কাপাসিয়ায় সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি গাজীপুর:

 জেলার কাপাসিয়ায় বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মোবারক হোসেন (৪৫) নামে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ করেছেন তার স্বজনরা। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Islami Bank

শনিবার সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাতের অভিযোগ করেন স্বজনেরা। মোবারক উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ী গ্রামের নূরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন…নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফুরকান আহমেদ নিহতের পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে জানান, মোবারক হোসেন গত ১০ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি আসেন। বাড়ি ফেরার কয়েক দিন পর বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী লতু মিয়া ও তার ছেলেদের সাথে তার বাগবিতণ্ডা হয়। শনিবার সকালে প্রতিবেশীরা ওই ঘটনার জেরে তাকে বাড়ি থেকে ডেকে এনে বাগবিতণ্ডায় জড়িয়ে যায়।

নিহতের স্ত্রী আহত রিনি আক্তার জানান, ঘটনার সময় প্রতিবেশী লতু মিয়ার ছেলে হাদিউল ইসলাম, রফিকুল ইসলাম, লতু মিয়া এবং তাদের কমপক্ষে আট সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা মোবারক হোসেনকে ঘর থেকে ডেকে নিয়ে বুকে ছুরিকাঘাত করে।

one pherma

তাদেরকে বাধা দিলে তাদের আরো অন্তত চয়জন স্বজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা। তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের জাহাঙ্গীর আলম জানান, মোবারক হোসেন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বুকে ধারালো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফুরকান আহমেদ জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। নিহতের বুকে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

ইবাংলা/জেএন/১৩নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us