কেমিকেল ছাড়াই আখ মাড়াইয়ের আবেদন কৃষকের

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘায় কেমিকেল ছাড়াই গুড় তৈরিতে আখ মাড়াইয়ের আবেদন করেছেন স্থানীয় কৃষকরা।চাষিদের ব্যস্ততা চলছে সেই আখ মাড়াই নিয়ে। যা দিয়ে তৈরি হবে আখের গুড়। মঙ্গলবার (১৫ নভেম্বর) কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই আবেদন করেন।

Islami Bank

আরও পড়ুন…কালোবাজারিদের কাছ থেকে টিকিট না কিনে তাদের ধরিয়ে দিন : রেলমন্ত্রী

আবেদনে কৃষকরা উল্লেখ করেন, উপজেলার উত্তর সোনাদহ, সোনাদহ, ভারতীপাড়া,রুস্তমপুর, পাঁচপাড়া, চকসিংগা গ্রামের কৃষকরা আদিকাল থেকেই কৃষির উপর নির্ভরশীল। তাদের বেশিরভাগ কৃষক নিজ জমিতে রোপণ করা আখ মৌসুমে
মাড়াই করে গুড় তৈরি করেন। এই গুড় বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করেন। পরে সেই জমিতে রবিশষ্য মৌসুমের কার্তিক-অগ্রায়ন মাসে গম, মসুর, খেসারি,আলু, রসুন, পেঁয়াজ, সরিষা ও যবসহ বিভিন্ন ফসলের আবাদ করেন।

এ বিষয়ে কৃষক লালচাঁন হোসেন বলেন, এলাকার অর্থকরি ফসল আখ। এ এলাকার কৃষকরা আখ মাড়াই করতে না পেরে রবিশষ্য মৌসুমে আবাদ থেকে বঞ্চিত হতে হচ্ছে। ফলে কৃষকদের ক্ষতির সন্মুখিন হতে হচ্ছে। ইতিমধ্যেই আখ মাড়াই ও কেমিকেল মুক্ত গুড় তৈরির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি। অনুমতি পেলে উপকৃত হবো। আর যদি অনুমতি না মেলে আখ উৎপাদন বাদ দিয়ে অন্য আবাদ করার সিদ্ধান্ত নিতে হবে।

one pherma

আরও পড়ুন…১০২ ইয়াবা কারবারির মামলার রায় ২৩ নভেম্বর

এদিকে আরেক কৃষক নবাব আলী বলেন, কিছু কুচক্রী মহল গুড়ের সাথে চিনি মিশিয়ে গুড় তৈরির কারণে অভাবনীয় ক্ষতির সন্মুখিন হচ্ছে প্রকৃত আখ চাষিরা। চিনি কলের নিষেধাজ্ঞায় আখ মাড়াই থেকে বঞ্চিত হতে হচ্ছে। উপজেরা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, কৃষকের আবেদনের বিষয় নিয়ে চিনি কলের কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিব।

ইবাংলা/জেএন/১৬ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us