৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক

নিজস্ব প্রতিনিধি

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করে তা পরিচালনা নীতিমালা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

Islami Bank

আরও পড়ুন…ইউপি নির্বাচনে প্রার্থীদের হলফনামা দিতে হবে

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এই ঋণ দেওয়া হবে। এর মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। দশমিক ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষকরা। এই তহবিলের অধীনে ব্যাংকগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ঋণ বিতরণ করবে। ক্ষুদ্র, প্রান্তিক, বর্গা চাষি, ধান, শাকসবজি, ফুল ও ফল চাষের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে কৃষকরা।

one pherma

এ ছাড়া ঋণ পরিশোধে একজন কৃষক তিন মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৮ মাস সময় পাবেন। এই তহবিলের ঋণ কোনোভাবেই গ্রাহকের পুরোনো ঋণের সমন্বয় করতে পারবে না।

ইবাংলা/জেএন/১৭ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us