বালিতে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ১৬ নভেম্বর স্থানীয় সময় বিকালে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, বতর্মানে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। এ অবস্থায়, সবাইকে একযোগে সমস্যার সমাধান ও কঠোর সময় অতিক্রম করতে হবে। বিশেষ করে, বড় দেশসমূহের উচিত দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করা। শান্তি, উন্নয়ন, ও সহযোগিতার চলমান ধারা কেউ থামাতে পারবে না। মানবজাতির ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে।

আরও পড়ুন…অবশেষে সোমবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে বশেমুরবিপ্রবিতে

তিনি বলেন, জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার দৃঢ় সমর্থক চীন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে, জাতিসংঘের সনদ সবাইকে মেনে চলতে হবে এবং সকল দেশের যুক্তিসঙ্গত উদ্বেগকে আমলে নিতে হবে। বতর্মানে বিশ্বের উন্নয়ন-প্রক্রিয়া অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন। এ অবস্থায় সকলের উচিত উন্নয়নকে আন্তর্জাতিক এজেন্ডার কেন্দ্রে রাখা; বৈশ্বিক উন্নয়ন-প্রক্রিয়ায় নতুন প্রাণশক্তি যোগানো; বৈশ্বিক উন্নয়নে অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করা; এবং আরও শক্তিশালী, সবুজ, স্বাস্থ্যকর উন্নয়ন বাস্তবায়ন করা।

সি চিন পিং আরও বলেন, জাতিসংঘের সাথে সহযোগিতা জোরদার করতে এবং জাতিসংঘের সাথে একযোগে ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’ ও ‘বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ’ বাস্তবায়নের জন্য কাজ করতে চায় চীন।

আরও পড়ুন… জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় পিন্টু চেয়ারম্যান নির্বাচিত

চীনা বৈশিষ্টসম্পন্ন আধুনিকায়ন মানবজাতিকে সামনে এগিয়ে নেবে এবং চীনের নতুন উন্নয়ন বিশ্বের জন্য নতুন সুযোগ বয়ে আনবে। চীন সত্যিকারের বহুপক্ষবাদ অনুসরণ করে যাবে এবং দৃঢ়ভাবে জাতিসংঘের কাজকর্ম সমর্থন করবে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র: আকাশ, সিএমজি।

ইবাংলা/জেএন/১৭ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us