ইবিতে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণের সভাপতি মেজবাহ-সম্পাদক সাগর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মান্নান মেজবাহ ও সাধারণ সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফায়েত হোসেন (সাগর) মনোনীত হয়েছে।

Islami Bank

আরও পড়ুন…১ দিনে ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ২৫০

বৃহস্পতিবার সংগঠনটির সাবেক সভাপতি এ. বি. এম. রিজওয়ান উল ইসলাম ও সাধারণ সম্পাদক কে. এম. ওয়াজি উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

one pherma

১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তৌফিক আলম, নাহারুল আলম ও নাজমুস সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আরফান হোসেন ও শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি ও মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক আল-আমিন (মিশুক ), প্রচার সম্পাদক রাকিব মিয়া রিফাত ও অর্থ সম্পাদক খাইরুল ইসলাম।

নবনিযুক্ত সভাপতি আব্দুল মান্নান মেজবাহ বলেন, নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে বৃহত্তর এই সংগঠনটিকে আরো প্রাণবন্ত ও গতিশীল করতে চাই। এজন্য সকালের সহোযোগিতা একান্ত কাম্য।

ইবাংলা/জেএন/১৮ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us