নোয়াখালীতে একনলা বন্দুকসহ তরুণ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা এলাকা থেকে একটি একনালা বন্দুকসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১৯ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১।

Islami Bank

এর আগে, শুক্রবার ১৮ নভেম্বর রাতে উপজেলার ৩নং জীরতলী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী এলাকার উত্তর হাওলাদার বাড়ির আসামির নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন…গণপরিবহন বন্ধ, ট্রেনে করে সমাবেশে আসছেন নেতাকর্মীরা

one pherma

গ্রেফতার জাহিদুল ইসলাম ফারাবী (২১) বেগমগঞ্জ উপজেলার মধ্য জিরতলী গ্রামের উত্তর হাওলাদার বাড়ির মো.জামাল হোসেনের ছেলে।

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী ওই সন্ত্রাসীকে ১টি একনলা বন্দুকসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আসামির বিরুদ্ধে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ইবাংলা/জেএন/১৯ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us