নিরবের ‘স্পর্শ’তে যুক্ত হলেন নতুন নায়িকা আরিয়ানা জামান

বিনোদন ডেস্ক

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রে নায়ক নিরবের বিপরীতে নায়িকার নাম নিয়ে চলছিল নানারকম জল্পনা। অবশেষে জানা গেল নায়িকার নাম।বিরতি কাটিয়ে আবারও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। কিছুদিন আগে দুই দেশের প্রযোজনায় নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন। সিনেমার নাম ‘স্পর্শ।

Islami Bank

আরও পড়ুন…মূল্য সূচকের উত্থান ও লেনদেনে পতন

এই সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে নিরব হোসেনকে। তবে তার নায়িকা হিসাবে কাকে দেখা যাবে এটি নিয়ে কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে জানা গেল, ‘স্পর্শ’ তে এ নায়কের বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়িকা আরিয়ানা জামান। বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা অনন্য মামুন।

নির্মাতা জানান, অসম বয়সের এক ত্রিভুজ প্রেম ও সম্পর্ককে ঘিরে ছবিটির কাহিনি গড়ে উঠেছে। নিরব-আরিয়ানা ছাড়াও এতে ওপার বাংলার জনপ্রিয় এক অভিনেত্রীকে দেখা যাবে বলে জানান মামুন।

one pherma

সিনোমটি প্রসঙ্গে নবীন নায়িকা আরিয়ানা জামান বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের সিনেমার জন্য। এর মধ্যে অনেক সিনেমার অফার এসেছিল। কিন্তু অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য।

অবশেষে সুন্দর একটি গল্পের একটি চরিত্র পেয়েছি যেখানে নিজেকে প্রমাণের সুযোগ পাবো।’ অনন্য মামুন ছাড়া সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ভারতের অভিনন্দন দত্ত। নির্মিত হবে বাংলাদেশের অ্যাকশন কাট এবং ভারতের রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে।

ইবাংলা/জেএন/২৭ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us