ইবিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এ কর্মশালার আয়োজন করে ইবি রোভার স্কাউট গ্রুপ।

কর্মশালায় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

আরও পড়ুন…অস্ত্র ও মাদক মামলায় হাজিরা দিলেন সম্রাট

এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, বিএনসিসি’র প্রধান সমন্বয়কারী কর্মকর্তা প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনসহ রোভার স্কাউট গ্রুপের অর্ধশতাধিক সদস্যবৃন্দ। সংগঠনটির সাধারণ সম্পাদক এস. এ. এইচ. ওয়ালিউল্লাহ’র সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন খুলনা বিভাগীয় রোভার সমন্বয়ক সাব্বির হোসেন জয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি বলেন, সুনাগরিক হতে হলে সত্যিকারের মানুষ হতে হবে। স্কাউটস সদস্যদের প্রথম কাজ নাগরিকদের সেবা দান করা। নাগরিকসেবা দেয়ার জন্য স্কাউট সদস্যদের সব সময় প্রস্তুত থাকতে হবে।

ইবাংলা/জেএন/২৭ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us