ইনজুর্ড হলেও নেইমার থাকবে স্কোয়াডে

ক্রীড়াঙ্গন ডেস্ক

কাতার বিশ্বকাপের শুরুটা একদম সেলেসাওদের মতই হলো, একের পর এক আক্রমণ আর রিচার্লিসনের চোখ ধাঁধানো গোলে ২-০ ব্যবধানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো পাঁচবার বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল।

তবে ম্যাচ জয় করলেও স্বস্তিতে নেই ব্রাজিল সমর্থকরা, দলের প্রাণভোমরা নেইমার যে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন। তবে ভক্তদের আশ্বস্ত করে কোচ তিতে জানালেন স্বস্তির খবর।

কাতার বিশ্বকাপে নেইমার ইন্জুর্ড হলেও স্কোয়াডের বাইরে রাখছেনা ব্রাজিল। বাইরে রাখলে সিম্পল দর্শক হিসাবে গ্যালারিতে বসে ম্যাচ দেখতে হতো নেইমারকে।

কিন্তু নেইমারকে রাখা হবে স্কোয়াডের সাথে, বদলি খেলোয়াড়দের বেঞ্চে! মানে নেইমার অফিসিয়ালি ঐ ম্যাচের খেলোয়াড় হিসাবেই স্কোয়াডে থাকবেন।

কথার কথা,নেইমার ম্যাচও খেলতে পারবেন। কিন্তু তাকে নামানো হবেনা। সেইম ব্যাপার ক্যামেরুনের বিপক্ষেও। হয়তো শেষের দিকে নামতেও পারে।

নেইমারের ইন্জুরির রিকোভারি হলো রেস্ট। যতো রেস্ট নিবে ততো ভালো হবে। সে এখনো ম্যাচ খেলতে পারবে কিন্তু সেটা হবে রিক্সের। পরবর্তিতে তাকে হারানোর ভয় থাকবে। তাই তিতে সুস্থ নেইমারকে একবারে চাচ্ছে। যে নেইমার ব্রাজিলকে শেষ পর্যন্ত সঙ্গ দিবে।

লুসাইলে চোটের কবলে পড়লেন নেইমার৷ ব্রাজিল কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতলেও খারাপ খবর সাম্বা বাহিনীর পক্ষ থেকে৷ ব্রাজিলিয়ান তারকা এদিন মাঠের মধ্যেই চোট পেয়ে যন্ত্রণায় ছটফট করে লুটিয়ে পড়েন৷

এদিন ম্যাচের ১১ মিনিটে সার্বিয়ার মিলেনোকোভিচের চ্যালেঞ্জে গোড়ালিতে অসুবিধা অনুভব করেন৷ এদিন ম্যাচের ১১ মিনিটে সার্বিয়ার মিলেনোকোভিচের চ্যালেঞ্জে গোড়ালিতে অসুবিধা অনুভব করেন৷

তবে ম্যাচের ৮১ মিনিটে তাঁকে তুলে নেওয়া হয়৷ এদিন সাংবাদিক সম্মেলনে এসে নেইমারের গোড়ালির চোটের কথা স্বীকার করে নেন ব্রাজিলের টিম ডক্টর রডরিগো লেসমার৷ তিনি জানিয়েছেন নেইমারের ডান গোড়ালিতে সরাসরি চোট লেগেছে যা চিন্তার বিষয়৷ তবে ম্যাচের ৮১ মিনিটে তাঁকে তুলে নেওয়া হয়৷

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us