নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিদি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। `নিহত আনোয়ারা বেগম (৪৮) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাকপাশ্বান গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী। গতকাল বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাকপার্শ্বান গ্রামে এ ঘটনা ঘটে।

Islami Bank

পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যার দিকে গৃহবধূ আনোয়ারা পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সে মৃত্যুবরণ করে।

one pherma

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইবাংলা/জেএন/০১ডিসেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us