ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ জানান, বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের মধ্যে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।এসময় উপস্থিত ছিলেন রংপুর সদর আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি (সাদ) এরশাদ।
ইবাংলা/জেএন/০১ডিসেম্বর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.