রওশনের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Islami Bank

বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ জানান, বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের মধ্যে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।এসময় উপস্থিত ছিলেন রংপুর সদর আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি (সাদ) এরশাদ।

one pherma

ইবাংলা/জেএন/০১ডিসেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us