ফুটবল বিশ্বকাপে ৩ নারী রেফারির স্বাক্ষর

ক্রীড়াঙ্গন ডেস্ক

১ ডিসেম্বর রাতে আল খোর স্টেডিয়ামে কাতার বিশ্বকাপে গ্রুপ-ই’র শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিলো জার্মানি ও কোস্টা রিকা। ম্যাচে মাঠের রেফারির মূল দায়িত্বে ছিলেন তিন নারী। তারা হলেন- ফ্রান্সের স্টেফানি ফ্রাপ্পার্ট, ব্রাজিলের নেউজা ব্যাক ও মেক্সিকোর কারেন ডিয়াজ।

এই ম্যাচ পরিচালনা করতে নেমেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তারা। এ ম্যাচে মূল রেফারি হিসেবে ছিলেন ৩৮ বছর বয়সী ফ্রাপার্ট। তার সহযোগি হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাক ও ডিয়াজ। তিন নারীর ঐতিহাসিক ম্যাচে জার্মানি ৪-২ হারায় কোস্টা রিকাকে।

প্রথম নারী রেফারি হিসেবে ছেলেদের বৈশ্বিক আসরে দায়িত্ব পালন করে ইতিহাসের পাতায় নাম লি খিয়েছেন ফ্রাপ্পার্ট। পুরুষ বিশ্বকাপ বাছাই ও চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ফ্রাপ্পার্ট। এবারের বিশ্বকাপে ৩৬ জনের প্যানেলে মোট পাঁচজন নারী রেফারি রাখা হয়েছে।

ফ্রাপ্পার্ট-ব্যাক ও ডিয়াজের সাথে অন্য নারী রেফারিরা হলেন আফ্রিকান দেশ রুয়ান্ডার সালিমা মুকানসানগা ও জাপানের ইয়ামাশিয়াতা ইয়োশিমি।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us