সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ডেস্ক রিপোর্ট

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।রোববার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

Islami Bank

আরও পড়ুন…চট্টগ্রাম জনসভা মঞ্চে শেখ হাসিনা

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনের সড়কের দুইপাশে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শনিবার রাতে এই চেকপোস্ট বসানো হয়।অন্যদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি দাবি করছে, সাভারের আমিনবাজার থেকে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টুকুকে নিয়ে গেছে।

one pherma

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির জনসমাবেশ করার কথা রয়েছে। তবে সমাবেশের স্থান নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সরকার সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান নির্ধারণ করেছে। তবে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করবেই বলে ঘোষণা দিয়েছে।

ইবাংলা/জেএন/৪ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us