`জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা-শিক্ষক সমাজ`র’ আত্মপ্রকাশ

জবি প্রতিনিধি

বিজয়ের মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)তে আত্মপ্রকাশ করল নতুন একটি শিক্ষক সংগঠনের। যার নাম ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা-শিক্ষক সমাজ’। রবিবার (৪ডিসেম্বর) জবি শিক্ষক লাউঞ্জে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং সাধারণ সম্পাদক, একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. কাজী মোঃ নাসির উদ্দীন সংগঠনের উদ্দেশ্য, কার্যাবলি ও পরিকল্পনা তুলে ধরেন।

জবির নতুন সংগঠনটি ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা- শিক্ষক সমাজ’ পরিচালিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তথা বাঙালি জাতীয়তাবাদ,মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, সততা ও কর্তব্যনিষ্ঠা দ্বারা। এই সংগঠনের কার্যপ্রণালী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ইতিমধ্যে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষকদের মধ্য থেকে ১৫ সদস্য বিশিষ্ট একটা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

উক্ত সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি অধ্যাপক ডঃ নূর মোহাম্মদ (মনোবিজ্ঞান বিভাগ), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক সেলিম (অর্থনীতি বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ আব্দুর রউফ (ইংরেজি বিভাগ)। এছাড়া উক্ত সংগঠনের সদস্য পদে আছেন, অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফা (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ), অধ্যাপক ড. দীপিকা রানী সরকার (পদার্থবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. আছমা বিনতে ইকবাল (লোকপ্রশাসন বিভাগ), অধ্যাপক ড.শামছুল কবির (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), অধ্যাপক ড. নীলোৎপল সরকার (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ), খ্রীস্টিন রিচার্ডসন (ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগ), খন্দকার মোস্তাসির হাসান (আইএমএল), ড. কিশোর রায় (মনোবিজ্ঞান বিভাগ) এবং জেরিনা আহমেদ (সংগীত বিভাগ)।

সংবাদ সম্মেলনের আগে সংগঠনের নেতৃবৃন্দরা জবি উপাচার্য অধ্যাপক ড ইমদাদুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মোঃ নাসির উদ্দিন বলেন, আমরা আশা করছি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সম্মানিত শিক্ষকদের সাথে নিয়ে এ সংগঠনের ছায়াতলে আমরা নিরলসভাবে কাজ করে যাবো। এই দেশ ও জাতির কাছে আমাদের যে অসীম ঋণ তার কিছু যদি আমরা এ প্রয়াসের মাধ্যমে পরিশোধ করতে পারি, তাহলে নিজেদের ধন্য মনে করব। আপনাদের প্রেরণা আমাদের সামনে এগিয়ে চলার পাথেয়।

ইবাংলা/আরএস/৪ নভেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us