জেলা ছাত্রদলের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক আটক

গোলাম কিবরিয়া বরগুনা :

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক কে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল রাতে শহরে পুলিশ অভিযান চালিয়ে তাদের দু’জন আটক করা হয়। এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মাহাবুবুল আলম ফারুক মোল্লা জানান।

 

Islami Bank

গতকাল রাতে আদর্শ মাধ‍্যমিক বালিকা বিদ‍্যালয় সড়ক থেকে ছাত্রদলের সভাপতি সজীব ও যুগ্ম সাধারন সম্পাদক প্রিন্সকে পুলিশ আটক করেছেন। মূলত ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে বরগুনা জেলার সবস্থানে পুলিশ নেতা কর্মীদের গ্রেফতার করতে সরকারের বিশেষ নির্দেশনায় অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন…আমাদের সাথে যৌথ আন্দোলন করে রাজনীতি শিখেছে বিএনপি

one pherma

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ বলেন, নাশকতার মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আকবর সোবাহান প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ইবাংলা/জেএন/৬ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us