অস্ট্রেলিয়ায় আড্ডায় মেতেছেন তারা

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে ফিরলেও তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা। সিডনিতে থেকেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। মাস খানেক আগে সেখানে উড়ে গেছেন আরেক তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। সঙ্গে তাদের কন্যা ইলহাম। সেখানে এক আড্ডায় মেতেছেন তারা।

Islami Bank

আরও পড়ুন…বিকাশের আয়োজনে ‘বিশ্বকাপ গেমারু’

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই আড্ডার কয়েকটি ছবি শেয়ার করেছেন শাবনূর। তাতে দেখা গেলো, একটি রেস্তোরাঁয় বসে আড্ডা দিচ্ছিলেন তারা। সবাই একসঙ্গে খাওয়া-দাওয়াও সেরেছেন।

one pherma

পোস্ট করা ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, শুধুমাত্র একটি শব্দ-আড্ডা। সেই পোস্টে সিরাজুল ইসলাম হাওলাদার নামের এক অনুরাগী লিখেছেন, ‘বাংলাদেশের সেরা দুই রমণীকে জানাই হাজার হাজার ফুলের শুভেচ্ছা।’ মাহমুদুল হাসান নামের আরেকজনের ভাষ্য, ‘অত্যন্ত ভালো দুজন অভিনেত্রী। ভালো থাকুন।’

অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গে আড্ডায় বিষয়ে ফারুকী বলেন, ‘এটা একটা বন্ধুত্বপূর্ণ আড্ডা। আমরা সিডনিতে একটি পারিবারিক সফরে ছিলাম। আর তিনি (শাবনূর) আগে থেকেই এখানে ছিলেন। সেই সুবাদে আমরা একসঙ্গে ডিনার করেছি।’

ইবাংলা/জেএন/৬ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us