ইবির আল-ফিকহ বিভাগে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন। বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিভাগীয় অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

Islami Bank

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে, বিভাগের সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাবের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন তার স্থলাভিষিক্ত হয়েছেন। গত ১লা আগস্ট থেকে আগামী ৩ বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেয় প্রশাসন।

আরও পড়ুন…বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রচুর বোমা পাওয়ার দাবি পুলিশের

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আল-ফিকহ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা, বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, অধ্যাপক ড. এ কে মুহাঃ নুরুল ইসলাম, অধ্যাপক ড. আবু বকর মো. জাকারিয়া মজুমদার ও অধ্যাপক ড. হামিদা খাতুন।

এছাড়া লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল ও অধ্যাপক ড. হালিমা খাতুন এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার উপস্থিত ছিলেন।

one pherma

নতুন সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির বলেন, আপনাদের ভালোবাসা আমাকে আরো অনুপ্রাণিত করবে। আমার সীমিত যোগ্যতা দিয়ে বিভাগকে সামনে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করে যাব। তিনি আরও বলেন, ফরওয়ার্ডার ও টিমওয়ার্ক হিসেবে আমি আমার সহকর্মী ও স্যারদের সহযোগিতা পেলে বিভাগের ভিশন ও মিশন যথাযথভাবে পালন করতে পারব বলে আশা রাখি।

পরে নতুন সভাপতিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ড. নাছির বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, জুরিস্টিক ক্লিনিকের সহযোগী পরিচালক ও ইন্টারন্যাশনাল আ্যফেয়ারস সেল-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শরীয়াহ সুপাভাইজারি বোর্ডের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ইবাংলা/জেএন/৭ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us