জামালপুরে ৩৩ স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি (জামালপুর)

বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে জামালপুর সদর উপজেলা ও ইসলামপুর উপজেলাসহ পৌরসভার ৩৩টি স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে আওয়ামী লীগ। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু জানান, বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনায় জামালপুর পৌরসভার ১৭টি ওয়ার্ড, সদর উপজেলার ১৫ ইউনিয়নে এবং ইসলামপুর উপজেলায় বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন…আদালতে হাজিরা দিলেন মির্জা ফখরুল

পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ এর নেতৃত্বে স্থানীয় মালগুদাম মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ফেরিঘাটে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, ৬ নাম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদল হোসেন ও সাধারণ সম্পাদক জামাল পাশা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কোনো অপশক্তিই শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।

একই কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি’র নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইবাংলা/জেএন/৮ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us