বিজয়ের ৫১ বছর ও শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী হানাদার মুক্ত দিবস ও বিজয়ের ৫১ বছরে নোয়াখালী মুক্ত স্কয়ারে বীর শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন করা হয়েছে। বুধবার(৭ ডিসেম্বর) সন্ধ্যায় ‘আলোর পরশে কাটুক আঁধার’ এমন প্রতিপাদ্য নিয়ে এ আয়োজন করে প্রজন্ম আলো, লক্ষ্মীনারায়ণপুর থিয়েটার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Islami Bank

আরও পড়ুন…থমথমে নয়াপল্টন, অবরুদ্ধ বিএনপি কার্যালয়
মুক্তিযুদ্ধের সবশেষ যুদ্ধের স্মৃতি বিজড়িত পিটিআই সম্মুখে আয়োজিত আলোক প্রজ্জ্বলন ও সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, কবি মিন্টু সারেং, লক্ষ্মীনারায়ণপুর থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যনির্দেশক ফরিদ উদ্দিন মনু, সাংবাদিক আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, প্রজন্ম আলোর সংগঠক কামাল মাসুদ প্রমূখ।

one pherma

বক্তাগণ নোয়াখালী মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

ইবাংলা/জেএন/৮ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us