‘গোলাপবাগ সমাবেশস্থলে উল্লাস’ ফখরুল-আব্বাসকে কারাগারে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গোলাপবাগ মাঠে শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশস্থলে নানা ধরণের উল্লাসে মেতে উঠেছে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ উৎসুক জনতা।

অন্যদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় সমাবেশের উপদেষ্টা মির্জা আব্বাসকে পল্টন থানায় করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন…পল্টন থানার মামলায় ফখরুল ও আব্বাস গ্রেফতার

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১০ ডিসেম্বর সকাল ১১টায় গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা জানান খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে শুক্রবার দুপুরে সমাবেশস্থলের বিষয়ে আলোচনা করতে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল। এরপরেই গোলাপবাগ মাঠে সমাবেশ করার কথা জানায় বিএনপি।

কারাগারে নেওয়া হচ্ছে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে, ছবি: সংগৃহীত

 

বিএনপি সমাবেশের জন্য কমলাপুর মাঠের কথা প্রস্তাব করলেও পুলিশ মিরপুর বাঙলা কলেজের মাঠ প্রস্তাব করেছিল। তবে শুরুতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সমাবেশ করতে চায় বিএনপি। কিন্ত সেখানে সমাবেশ করতে চাইলেও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ।

এদিকে, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৯ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us