বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে ওমান প্রবাসী বাংলাদেশীদের উৎসাহ প্রদান ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ৯ ডিসেম্বর শুক্রবার ওমানের বাঙালি অধ্যুষিত এলাকা জালান বনি বোয়ালির স্টেডিয়াম সংলগ্ন কনফারেন্স হলে বাংলাদেশী প্রবাসীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাস মাসকাট এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের যৌথ আয়োজনে এবং গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানির সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক।
আরও পড়ুন…পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির এমপিরা
১’বৈধ পথে রেমিটেন্স না পাঠালে দেশের ক্ষতি’ মোহাম্মদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মিসেস রৌশনারা পলি (পাসপোর্ট ও ভিসা উইংস) বাংলাদেশ দূতাবাস মাসকাট ।
বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল পাশা,গালফ ওভারসিস এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী, শাহাবুদ্দিন। অনুষ্ঠানে অবৈধ পথে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ পাঠানোর কুফল এবং বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠালে কি কি সুফল পেতে পারে তার উপর বক্তব্য দেন জালান বোয়ালীর রাজনীতিবিদ বাবু গৌরাঙ্গ, শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি হাফেজ মোঃ ইদ্রিস, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন, শাহাবুদ্দিন, ইফতেকারুল হাসান চৌধুরি, ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা কামাল পাশা, বাংলাদেশ স্কুল জালানের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
ইবাংলা/জেএন/১১ ডিসেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.