শ্রীপুরে ২১৫টি কওমি মাদ্রাসায় নগদ অর্থ প্রদান

এস এম জহিরুল ইসলাম, গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর অন্তর্ভুক্ত ২১৫টি কওমী মাদ্রাসায় নগদ পাঁচ হাজার টাকা করে মোট দশ লাখ পঁচাত্তর হাজার টাকা নাজমুল ট্রেডার্স এর স্বত্বাধিকারী নাজমুল হুদা নগদ অনুদান প্রধান করেন। সোমবার (১২ ডিসেম্বর) বেলা এগারোটায় শ্রীপুরের নাজমুল ড্রিম হাউসে অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Islami Bank

আরও পড়ুন…মশার প্রজননক্ষেত্র পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ শ্রীপুরের প্রধান উপদেষ্টা মাওলানা আশেকে মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।

one pherma

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ ফরিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার সকল কওমি মাদ্রাসার প্রধানগণসহ আলেম ওলামা মাশায়েখ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ইবাংলা/জেএন/১২ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us