মোদিকে ‘হত্যার’ হুমকি দেওয়া কংগ্রেস নেতা রাজা পাটেরিয়া গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিরুদ্ধে হিংসাত্ম ও কুরুচিকর মন্তব্য করতে শোনা গিয়েছে মধ্য প্রদেশের কংগ্রেস নেতা রাজা পাটেরিয়া (Raja Pateria)। ‘প্রধানমন্ত্রীকে হত্যা করা’র এই হুমকি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

এরপরই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস নেতার এই রকম মন্তব্যের বিরুদ্ধে সরব হয় বিজেপি। কংগ্রেস নেতা রাজা পাতেরিয়াকে গ্রেফতার করার দাবিও তোলা হয় গেরুয়া শিবিরের তরফ থেকে। এই বিতর্কিত ভিডিয়ো নিয়ে শোরগোল শুরু হতেই মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাকে গ্রেফতার করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন…বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি মঙ্গলবার বিকেল ৩টায়

এক বক্তৃতায় রাজা পাতেরিয়াকে সমবেত জনতার উদ্দেশে বলতে শোনা যায়, ভারতের সংবিধান রক্ষা করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যায়’ প্রস্তুত থাকতে হবে। রাজা পাতেরিয়ার এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। তাকে গ্রেফতারের দাবি জানান বিজেপির অনেক নেতা।

সমালোচনার মুখে রাজা পাতেরিয়া তার বক্তব্যের ব্যাখ্যা দেন। বলেন, ‘হত্যা’ বলতে তিনি আসলে মোদিকে পরাজিত করার কথা বলেছেন। তবে তার এই ব্যাখ্যায় সমালোচনা থামেনি। এরপরই মধ্যপ্রদেশ সরকার রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলার নির্দেশ দেয়। পরে গতকাল সোমবার বিকেলে তার বিরুদ্ধে মধ্যপ্রদেশের পান্না জেলার পাওয়াই থানায় মামলা করা হয়।

এদিকে, রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’র মধ্যে রাজা পাতেরিয়ার এমন বক্তব্যে চাপের মুখে পড়েছে কংগ্রেস। পাতেরিয়ার বক্তব্যের নিন্দা জানিয়ে এবং রাহুল গান্ধীকে উদ্দেশ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, যারা ‘ভারত জোড়ো যাত্রা’ করছে, তাদের আসল চেহারা বেরিয়ে আসছে।

ইবাংলা/জেএন/১৩ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us