দরজার চৌকাঠে ইবির সাধারণ কর্মচারী সমিতি নির্বাচন

ইবি সংবাদদাতাঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ কর্মচারী সমিতির ‘দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪’ এর নির্বাচন ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একাধারে ভোটগ্রহণ চলবে।

Islami Bank

ক্যাম্পাসের মমতাজ ভবনের ২য় তলায় বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে। পরবর্তীতে দুপুর ২টায় ভোট গণনা শুরু হবে। শনিবার (১০ ডিসেম্বর) কর্মচারী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত নির্বাচনীয় তফসিল সূত্রে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন…নয়াপল্টনের ঘটনায় কূটনৈতিক মিশনগুলোতে চিঠি দিয়েছে সরকার

one pherma

নির্বাচনী তফসিলে বলা হয়েছে, ১২ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ ও ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র গ্রহণ করা হয়। ১৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৪ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা শেষে ঐ দিনই ফল প্রকাশ করা হবে। এ নির্বাচনী অনুষ্ঠানের মাধ্যমে মোট ১৩ টি পদে ১৫ জনকে নির্বাচিত করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মোঃ মনিরুজ্জামান রাইজিং ক্যাম্পাসকে জানায়, এবার মোট ভোটার ১৫৮ জন। আমরা আশাবাদী নির্বাচন সুষ্ঠু ভাবে সংঘটিত হবে। ইতিমধ্যে আমরা নির্বাচন সংক্রান্ত সকল ব্যবস্থা গ্রহণ করেছি। নিরাপত্তাজনিত কোনো প্রকার ইস্যু এখনো আমাদের চোখে পড়েনি।

ইবাংলা/জেএন/১৩ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us