বাংলাদেশকে প্রথম সফলতা এনে দিলেন তাইজুল ইসলাম

ক্রীড়াঙ্গন ডেস্ক

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে ভারতীয় দুই ওপেনারের তোপের মুখেই পড়তে হয় দলকে। যদিও স্বাগতিকদের সেই তোপের মুখ থেকে রক্ষা করেছেন তাইজুল ইসলাম। ইনিংসের ১৪তম ওভারে বাংলাদেশকে এনে দিয়েছেন প্রথম সফলতা।

Islami Bank

৪০ বলে ২০ রানে ব্যাট করছিলেন শুভমান গিল। তাইজুলের করা ফুলার লেন্থে করা বলটা প্যাডলড সুইপ করেন তিনি। তবে ব্যাটে বলে হয়নি, প্রথম স্লিপ থেকে ইয়াসির আলী দৌড়ে গিয়ে লেগ স্লিপ থেকে ক্যাচটা নিয়েছেন, তাতে দলীয় ৪১ রানে দলটি খোয়ায় তাদের প্রথম উইকেট।

আরও পড়ুন…ঢাকায় বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তন

এর আগে শুরুতে টাইগার বোলারদের শাসন করতে থাকেন ভারতীয় দুই ওপেনার। লোকেশ রাহুল ব্যাট করছেন ২০ রানে। অন্যদিকে পিঠের চোটের অধিনায়ক সাকিব আল হাসানের খেলার শঙ্কা না থাকলেও সাগরিকায় শেষ পর্যন্ত মাঠে নেমেছেন টাইগার এই অধিনায়ক। এছাড়া ১০১তম ক্রিকেটার হিসেবে এদিন অভিষেক হয়েছে জাকির হাসানের।

one pherma

বাংলাদেশ একাদশ:জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ।

আরও পড়ুন…ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত আসামি থানা থেকে মুক্ত
ভারতীয় একদশ: শুভমান গিল, কেএল রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

ইবাংলা/জেএন/১৪ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us