দীর্ঘদিন পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। শুটিং, টিজার প্রকাশ, শুটিং সেটের ছবি ফাঁস, শাহরুখের লুক প্রকাশ্যে আসা- সবকিছু নিয়েই পর তুমুল আলোচনায় উঠে আসে সিনেমাটি। তার অভিনীত পাঠান মুক্তি পাবে ২৫ জানুয়ারি। ছবিটি নিয়ে বেশ আটঘাঁট বেঁধেই নেমেছেন বলিউড বাদশাহ। এই ‘পাঠান’ নিয়েই শাহরুখ খান এবার হাজির হচ্ছেন কাতার বিশ্বকাপের মাঠে। তবে এ বিষয়ে শাহরুখ খানের পক্ষ থেকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি।
‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ‘পাঠান’ সিনেমার প্রচার করবেন শাহরুখ খান।’
আরও পড়ুন…আত্মহত্যা করেছেন বুয়েট শিক্ষার্থী ফারদিন
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়েছে, ১৮ ডিসেম্বর লুসাইলের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনার এই ম্যাচে সরাসরি শাহরুখ খান উপস্থিত থাকবেন কিনা সেটা নিশ্চিত না হলেও বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্পোর্টস ১৮ ও স্ট্রিমিং পরিষেবা জিও সিনেমার স্টুডিওতে সরব উপস্থিতি থাকবে কিং খানের।
১২ ডিসেম্বর ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তি পেয়েছে। এর মধ্যেই গানটি নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করেই দেওয়া হয়েছে ছবি বয়কটের ডাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডিং। পাঠান এবং শাহরুখকে বয়কটের ডাক অবশ্য আগেও উঠেছিল। বলিউডে যখন একের পর এক হিন্দি ছবিকে বয়কট করা হচ্ছে, তখন থেকেই কিং খানের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেকে।
কেউ কেউ আবার দাওয়াই দিয়েছিলেন, শাহরুখকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু ‘বেশরম রং’ গানটি মুক্তি পাওয়ার পর ফের ফুঁসে উঠেছেন বয়কটকারীরা। বয়কট করার কারণও জানিয়েছেন তারা। আসলে গানের দুই-একটি দৃশ্য নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছেন নেটনাগরিকদের একটা বড় অংশ।
সেখানে গেরুয়া রঙের বিকিনিতে দেখা গিয়েছে দীপিকাকে। পেছন থেকে ‘পাঠান’ রূপী শাহরুখ তাকে জড়িয়ে ধরে রয়েছেন। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে ‘বেশরম রং’।
ইবাংলা/জেএন/১৪ ডিসেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.