সৌদির হয়ে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রে সাবেক টুইটার কর্মীর জেল

আন্তর্জাতিক ডেস্ক

গুপ্তচরবৃত্তির দায়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারের সাবেক এক কর্মীকে কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযুক্ত ওই টুইটার কর্মীর নাম আহমেদ আবুয়াম্মো এবং তিনি সৌদি আরবের পক্ষে গুপ্তচরবৃত্তি করেছিলেন। মূলত অভিযোগ প্রমাণিত হওয়ার পর মার্কিন আদালত তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন…সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক বছর আগে ব্যবহারকারীর ডেটা শেয়ার এবং ব্যবহারকারীদের নিপীড়নের মাধ্যমে সৌদি আরবের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় টুইটারের সাবেক একজন ম্যানেজারকে স্থানীয় সময় বুধবার সাড়ে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন। এর আগে গত আগস্টে সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে বিচারের পর আহমেদ আবুয়াম্মোকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

অবশ্য গুপ্তচরবৃত্তির দায়ে আহমেদ আবুয়াম্মোর সাত বছরের বেশি কারাদণ্ড চেয়েছিলেন প্রসিকিউটররা। তারা বলেছিলেন, ‘প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া শিল্পে অন্যদের কাছে ব্যবহারকারীদের ডেটা বিক্রি করা থেকে বিরত রাখতে যথেষ্ট শক্তিশালী শাস্তি’ চান তারা। অবশ্য আবুয়াম্মোকে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হতে হয়েছে।

এদিকে আবুয়াম্মোর আইনজীবীরা মার্কিন জেলা বিচারক এডওয়ার্ড চেনের কাছে সিয়াটলে নিজের বাড়িতে কোনো কারাগার ছাড়াই প্রবেশনারি সাজা চেয়েছিলেন। এই আবেদনের পেছনে তারা আবুয়াম্মোর চলমান স্বাস্থ্য সমস্যা, অন্য কোনো দণ্ড না থাকা এবং পারিবারিক সমস্যাকে উদ্ধৃত করেন।

মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার সাংবাদিক ও সেলিব্রিটিদের সাথে টুইটারের সম্পর্কের তদারকি করতেন আবুয়াম্মো। প্রসিকিউটররা বলেছেন, আবুয়াম্মো সৌদি কর্মকর্তাদের আগ্রহে টুইটার ব্যবহারকারীদের শনাক্ত করতে এবং এ কাজে সহায়তা করার জন্য কোম্পানির সিস্টেম থেকে সংবেদনশীল তথ্য দিয়েছিলেন।

অবশ্য আবুয়াম্মোর প্রতিনিধিত্বকারী ফেডারেল পাবলিক ডিফেন্ডাররা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। টুইটার সম্প্রতি মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানায় চলে গেছে এবং ওয়াশিংটনে সৌদি দূতাবাসও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ইবাংলা/জেএন/১৫ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us