ইবিতে বিজয় দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আন্তঃব্লক বির্তক প্রতিযোগীতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে অনুষ্ঠানটি আয়োজন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটি (ইবি)।

Islami Bank

আরও পড়ুন…বরগুনায় বিজয় দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন

এ অনুষ্ঠানে মাসুম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু হল প্রভোস্ট ও অধ্যাপক ড. মো. মাহবুবুর আরফিন উপস্থিত ছিলেন এবং স্বাগত বক্তা হিসেবে অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক শিক্ষকবৃন্দ,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা (ইবি)।

one pherma

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, বিতর্কের মাধ্যমে আমাদের মধ্যে যুক্তি প্রদানের ক্ষমতা জন্ম নেয়। এর আগেও বঙ্গবন্ধু হলের বিতার্কিকরা তাদের গৌরবের স্বাক্ষর রেখেছে। আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

উল্লেখ্য, এ প্রতিযোগীতায় বিতর্কের বিষয় ছিল “প্রকৃত মুক্তিযোদ্ধারা যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে। ” সিংহভাগ শিক্ষার্থীদের উপস্থিতিতে ও তারেক সাইমুমের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ইবাংলা/জেএন/১৬ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us