নোয়াখালীতে সাজাপ্রাপ্ত ৫ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার আব্দুল্লাহ আল জাবের ওরফে রুবেল (৩২) বেগমগঞ্জ উপজেলার ৭নং একলাশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মধুরামপুর গ্রামের টাওয়ার ওয়ালা বাড়ির ফরিদ মিয়ার ছেলে।

Islami Bank

গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম সাহাপুর এলাকার ভেন্ডার মসজিদ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন…নোয়াখালীতে মহান বিজয় দিবস পালিত

one pherma

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম সাহাপুর এলাকার ভেন্ডার মসজিদ বাড়ির সামনে থেকে ১৫০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং সিএমপি, চট্টগ্রাম সহ নোয়াখালীর সুধারাম মডেল থানা ও বেগমগঞ্জ মডেল থানার পাঁচটি মাদক মামলার এজাহারনামীয় আসামি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আরও একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইবাংলা/জেএন/১৬ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us