জাতীয় বীর সেনাদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক, সাভার

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের বীর সেনাদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে জনতার ঢল নেমেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহর থেকেই সারাদেশ থেকে বিভিন্ন সংগঠনসহ নানা পেশার মানুষের ঢল নামতে শুরু করে।

Islami Bank

আরও পড়ুন…বীর শহীদদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ফুল হাতে শহীদদের জন্য তৈরি বেদিতে শ্রদ্ধা জানাতে যান হাজারো মানুষ। আনন্দ উচ্ছ্বাসে উৎসবের নগরীতে পরিণত হয়েছে স্মৃতিসৌধ এলাকা। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর থেকেই শিশু-ছেলে-বুড়োসহ সব বয়সী মানুষ ছুটে আসেন সাভারে। শ্রদ্ধা জানাতে এসেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। তাদের অনেকের হাতে শোভা পাচ্ছে লাল-সবুজের পতাকা। পোশাকে লাল-সবুজের বাহারি উপস্থিতি, কণ্ঠে দেশের গান।

one pherma

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। সাড়ে ছয়টার পর রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাদের চলে যাওয়ার পর স্মৃতিসৌধ এলাকা সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়। এরপর ফুল হাতে জনতার ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদের স্মৃতির মিনার।

ইবাংলা/জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us