ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৯৭১ সালে পাকিস্তানিদের নৃশংস হত্যাকান্ডে নিহত দীপ্তিশিখা বীর সন্তানদের স্মরণে এবং বিজয়ের বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

Islami Bank

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। এ সময় ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান উপস্থিত ছিলেন। একই সময়ে অনুরূপভাবে হলসমূহে জাতীয় পতাকা ও হলের পতাকা উত্তোলন করা হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০.১৫ টায় প্রশাসন ভবনের সামনের চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর।

বর্নাঢ্য আনন্দ র‍্যালি শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুক্ত বাংলায় প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, বিভিন্ন পরিষদ ও ফোরাম, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে “মুক্ত বাংলা” এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

one pherma

এসময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, বিজয় আমরা ছিনিয়ে এনেছি। পৃথিবীর অনেক দেশ স্বাধীন হয়েছে কিন্তু বিজয় দেখেনি। আমরা বিজয় দেখেছি এবং বিজয় ছিনিয়ে এনেছি। এই একুশ শতকের মানুষেরা অনেক ভাগ্যবান যে আজকে বাংলাদেশ এতো প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে এসেছে যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখিয়েছেন। এই স্বপ্ন আরও উজ্জ্বল হোক আরও সান্নিধ্য হোক! আজকের দিনে আমি এই আশাবাদ রাখি। আর এই বিজয় যারা ছিনিয়ে এনেছে তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা করি।

শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।

পরবর্তীতে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষক বনাম কর্মকর্তা, সহায়ক কর্মচারী বনাম সাধারণ কর্মচারী এবং ছাত্র হলসমূহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া মহিলা শিক্ষক ও মহিলা কর্মকর্তা এবং মহিলা সহায়ক কর্মচারী ও মহিলা সাধারণ কর্মচারীদের মধ্যে পিলো পাসিং প্রতিযোগিতাসহ ছাত্রী হলসমূহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us