ইবাংলার সম্পাদক ইস্রাফিলকে ফের হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক

অনলাইন পত্রিকা ইবাংলা’য় খবর প্রকাশের জেরে ফের হত্যার হুমকি প্রদান করেছে সুমন মাহমুদ খান নামের এক দুর্বৃত্ত। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে অস্ট্রেলিয়ান একটি মোবাইল অপারেটর নম্বরের WhatsApp আইডি  দিয়ে এ হত্যার হুমকি প্রদান করে।

সূত্রমতে জানা গেছে, ইবাংলার সম্পাদকের ব্যক্তিগত WhatsApp আইডিতে অস্ট্রেলিয়ান অপারেটরের একটি +61413970213 নম্বরের WhatsApp আইডি দিয়ে সুমন মাহমুদ খান নামে এক দুর্বৃত্ত ফোন করে নিজের আর কোন পরিচয় না দিয়েই হিরার অবৈধ বাড়ি নির্মাণ নিউজ করার জেরে কোন কিছু বুঝতে না পারার আগেই বা কোন কথা বলার সুযোগ না দিয়েই অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরণের হুমকি ধামকি প্রদান করেন।

আরও পড়ুন…স্টোর অফিসার হিরার রাজউক অনুমোদনহীন অবৈধ ভবন নির্মাণ

হুমকি ধামকির একপর্যায়ে হত্যা করার ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। এতে ব্যর্থ হলে বিভিন্ন ধরণের হামলার শিকার হতে হবে বলেও শ্বাসাতে থাকেন সম্পাদককে। এছাড়াও মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় ফাঁসিয়ে দিবেন।

WhatsApp আইডিতে অশালীন ও অকথ্য ভাষায় পাঠানো টেক্সট ম্যাসেজ

 

সম্পাদক ইস্রাফিলের WhatsApp আইডিতে অশালীন ও অকথ্য ভাষায় টেক্সট ম্যাসেজ পাঠায় যাহা নিম্নে হুবুহুব তুলে ধরা হলো-
-Who is the reporter of this fake news? 11:24, I m going to put a case against that reporter; if I can’t find him then I will raise the case against you guys. 11:25, How much u get to publish this?11:25, Wait for couple of days; I will take this to court on Sunday-11:25, Tor E-Bangla tor putki diya dhukay F -bangla bair korum. Tui khali dekh.11:26, Khankir pola. Tor khobor ache. Madar cod. News chapao. Abar lekho “shotter sathe; agamir path a”11:27, Tor agamir path dekhaitasi. Nam likkha rakh cudir vai. My name is Khan. Tor putki diya Oi building dhukamu-11:28, Sheikh Israfil er te koto khaisos? 11:29, Oi khankir pola kailka jail er vat khawamu 11:29, Nam mone akhbi “ KHAN”-11:29, Aitasi desh a. Tor E Bangla r israfil – 2 Darei dhorum 11:30, Israfil er dhon diya shinga banay fu dimu jate duniya dhongsho hoy.11:31, Tor profile pic dekhlei to kowa jay tui shangbadik na; tui hoili…

এর আগে ১০ ডিসেম্বর দুপুরে খবরে উল্লেখিত বিষয়ের সঠিক তথ্য জানতে সিভিল এ্যাভিয়েশনের সহকারি স্টোর অফিসার হিরা বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে পরে দিবে বলে ফোন কেটে দেন।

এরপরের দিন ১১ ডিসেম্বর দুপুরেে অজ্ঞাত এক ব্যক্তি সম্পাদককে উক্ত বিষয়ে নিউজ করতে নিষেধ করেন। যদি পত্রিকায় কোন নিউজ করা হয় তাহলে সম্পাদককে দেখে নেবে বলে অকথ্য ভাষায় অশালীনভাবে গালিগালাজ করেন এক পর্যায়ে সেখানেও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডাইরী করা হয় যাহার নং ১**২, তালিক ১৬/১২/২০২২। যাহা বর্তমানে তদন্ত চলমান।

উল্লেখ্য, বুধবার (১৪ ডিসেম্বর) অনলাইন পত্রিকা ‘ইবাংলার’ আইন অপরাধ বিভাগে ”স্টোর অফিসার হিরার রাজউক অনুমোদনহীন অবৈধ ভবন নির্মাণ” শিরোনামে একটি খবর প্রকাশ হয়। প্রকাশিত খবরের জের ধরেই হত্যাসহ নানা ধরণের হুমকি ধামকি প্রদান অব্যাহত রাখে দুর্বৃত্তরা।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us