আ. লীগের নেতৃত্বে সোহরাওয়ার্দীতে ১৪ দলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র’ প্রতিরোধে এই সমাবেশ করবে ১৯ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী শিখাচিরন্তন প্রাঙ্গণে সমাবেশ করবে ১৪ দল। এর আগে, গত ১৬ ডিসেম্বর ঢাকা মহানগর ১৪ দলের প্রধান সমন্বয় ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য নিশ্চিত করেছিলেন।

Islami Bank

আরও পড়ুন…ফাইনালে হারায় ফ্রান্সে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

সভায় নেতারা বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছাশক্তির কারণেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।’গণতন্ত্র ও উন্নয়নের ধারা চলমান রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনিষ্ঠভাবে সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ১৪ দলের নেতারা।

one pherma

তিনি বলেন, সমাবেশের মঞ্চে ১৪ দলের ১৪ জন নেতা উঠবেন। প্রত্যেক দলের দুটি করে ব্যানার আনতে হবে। সমাবেশে ৫ মিনিটের মধ্যে কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের বক্তব্য শেষ করতে অগ্রিম অনুরোধ জানান আওয়ামী লীগের এই নেতা।

ইবাংলা/জেএন/১৯ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us