ধনবাড়ীতে বাসের চাপায় অটোবাইক যাত্রীর মৃত্যু

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল) :

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের চাপায় আব্দুল আজিজ(৬০) নামের ব্যাটারি চালিত অটো রিক্সার যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় অপর যাত্রী মোশারফ হোসেন নামের একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল নামক স্থানে এ ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন…ইবিতে চর্তুথ শিল্প বিপ্লব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মৃত আ. আজিজ মধুপুরের গোলাবাড়ী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জনৈক ময়েজ উদ্দিনের ছেলে। আহত মোশারফ একই ইউনিয়ের চাকন্ড গ্রামের মজিবর রহমানের ছেলে।

one pherma

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এইচএম জসিম উদ্দিন জানান, ধনবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিনিময় সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্টো-ব-১৩-১৯৩৩) ঘটনাস্থলে আসার পর একই দিকে চলমান একটি ব্যাটারি চালিত অটো রিক্সাকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়।

বাসের সাথে আটকে অনেক দূর পর্যন্ত ছেঁচড়ে যায়। ঘটনাস্থলেই আ. আজিজের মৃত্যু হয়। হতাহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক গুরুত্বর আহত মোশারফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ইবাংলা/জেএন/১৯ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us