দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯

ডেস্ক রিপোর্ট

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।বর্তমানে ৫১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

Islami Bank

তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ২২৯ জন। এছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৬১ হাজার ৯৩ জন রোগী। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৮৩ জনে। আর ডেঙ্গুতে মারা গেছেন ২৭৪ জন। যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে, এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৭৯ জন।

one pherma

ইবাংলা/জেএন/২৩ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us