সিলেটে চুরি-ডাকাতির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে ডাকাতি, গরু ও টিউবওয়েল চুরির ঘটনা বেড়েছে। গত ৪দিনে উপজেলার একই গ্রাম থেকে ৬টি টিউবওয়েল, একই গ্রাম থেকে ৫টি গরু ও বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে প্রবাসী অধ্যুষিত উপজেলার মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। প্রতি রাতে উপজেলার কোন না কোন এলাকায় চুরি-ডাকাতি বাড়ার ফলে মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন।

বিশ্বনাথ সদর ইউনিয়নের ভাটশালা গ্রামের হাজী ফজলুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাতে বরইগাঁও গ্রামের তাজুল ইসলামের ৪টি ও একই গ্রামের মনু মিয়ার ১টি গরু গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৫টি গরু চুরি গেছে। চুরি হওয়া ৫টি গরুর মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা হবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন…২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু

শেখেরগাঁও গ্রামের সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, মঙ্গলবার দিবাগত রাতে সৈয়দ আনোয়ার আলী, মো. আব্দুল খালিক, সৈয়দ হাব উল্লাহ, আহমদ আলী, আব্দুল মতিন, নুর ইসলাম গেদাই, এর আগে সোনাফর আলী, জসীম উদ্দিনসহ আরও অনেকের টিউবওয়েলের পাম্প খুলে নিয়ে যায় চোরেরা।

সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বিশুদ্ধ পানি পান করতে হিমশিম খাচ্ছেন শেখেরগাঁও গ্রামের ৬টি পরিবারের সদস্যরা। বর্তমানে অন্যের বাড়ি থেকে তারা পানি সংগ্রহ করছেন। দিনমজুর মানুষগুলোর কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

বৃহস্পতিবার রাতে হিমিদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম ইজার আলীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ইজার আলী মেম্বারের পরিবারের সদস্যদের ১ ভরি সোনা ও রাজন মিয়ার দেড় ভরি সোনা নগদ ৪০ হাজার টাকা, মোবাইল সেটসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায় ডাকাত দল। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, বিষয়গুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

ইবাংলা/জেএন/২৪ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us