পুরস্কারে লাথি মারার ঘটনার পর যা বললেন বডিবিল্ডার শুভ

ক্রীড়াঙ্গন ডেস্ক

সম্প্রতি বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিক্সিংয়ের অভিযোগ তুলে পুরস্কারে লাথি মেরে আলোচনায় আসেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। । ২৩ ডিসেম্বর রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে পুরস্কারে লাথি মারার সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। একজন পেশাদার বডি বিল্ডার হয়ে এমন অপেশাদার কাজ করার ব্যাখ্যা দিলেন বডিবিল্ডার শুভ।

Islami Bank

আরও পড়ুন…করোনা সংক্রমণ:দেশের সব বন্দরগুলোতে স্ক্রিনিং বাড়ানোর নির্দেশ

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে একটি ভিডিওতে এসে শুভ বলেন, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে ইচ্ছা করে দ্বিতীয় বানানো হয়েছে। যাকে প্রথম হিসেবে ঘোষণা করা হয়েছে তার শরীরের গঠন এবং আমার শরীরের গঠন দেখলে যে কেউ বুঝতে পারবেন এটি একটি পাতানো অনুষ্ঠান ছিল।’

one pherma

শুভ আরও বলেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশকে বিশ্বে রিপ্রেজেন্ট করি আমরা। কোনো প্রতিষ্ঠান করে না। সেখানে আমার সঙ্গে এরকম আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের কাউকে অসম্মান করিনি। বরং আমি দুর্নীতিকে লাথি মেরেছি। কারণ আমার সঙ্গে যা হয়েছে তা দুর্নীতি। দুর্নীতির কারণে এরকম অনেক ছেলে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। এজন্য আমি সাহস নিয়ে এর বিরুদ্ধে কথা বলছি।’

ইবাংলা/জেএন/২৫ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us