দুই কার্গো জাহাজের ধাক্কায় জলে যাচ্ছে ১১ লাখ লিটার ডিজেল

জেলা প্রতিনিধি, ভোলা

ঘন কুয়াশার কারণে ভোলার মেঘনা নদীতে এসভি সাগর নন্দিনী-২ নামের একটি ডিজেলবাহী জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজে থাকা ১৩ জন নাবিকসহ সবাইকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (২৫ ডিসেম্বর) ভোররাতে মেঘনার ভোলা সদরের কাঠির মাথা নামক জায়গায় এ ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন…বরগুনায় বিএনপির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

দুর্ঘটনা কবলিত কার্গোটি চট্টগ্রাম থেকে ডিজেল নিয়ে ঢাকায় যাচ্ছিল। জাহাজটিতে প্রায় ১১ লাখ লিটার ডিজেল রয়েছে। জাহাজটির তলা ফেটে যাওয়ার ফলে মেঘনা নদীতে ডিজেল ছড়াচ্ছে।

one pherma

কোষ্টগার্ড দক্ষিণ জোন ভোলার মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল জানান, দুর্ঘটনা কবলিত জাহাজটি চট্টগ্রাম থেকে ডিজেল নিয়ে ঢাকায় যাচ্ছিল। রোববার ভোররাতে মেঘনা নদীর কাঠির মাথা নামক জায়গায় নোঙর করা আরেকটি জাহাজের সঙ্গে ওই জাহাজটির মুখোমুখি সংঘর্ষ হয়। মূলত নদীতে ঘন কুয়াশা থাকার কারণেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইলিশা নৌ-থানার ইনচার্জ মো. আকতার হোসেন জানান, নৌ-পুলিশ ও কোষ্টগার্ড ডিজেল অপসারণের চেষ্টা করছে। দুর্ঘটনা কবলিত স্থানটিতে নৌ-পুলিশের কাজ চলমান রয়েছে।

ইবাংলা/জেএন/২৫ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us