চীন থেকে আসা চারজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

চীন থেকে বাংলাদেশে আসা চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

Islami Bank

তারা সবাই চীনা নাগরিক। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিক তাদের নাগরিকত্ব জানা যায়নি।

one pherma

তাহমিনা শিরিন বলেন, আজ বিকেলের ঘটনা। শাহজালাল বিমানবন্দরে তাদের করোনা শনাক্ত হলে নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে, তবে এখনও আমরা হাতে পাননি। নমুনা পরীক্ষা করতে সময় লাগবে জানিয়ে তিনি বলেন, পরীক্ষার ফল স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।

ইবাংলা/জেএন/২৬ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us