ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় তীব্র শীতের মধ্যে শতাধিক যানবাহন ঘাট এলাকায় আটকা পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, হঠাৎ ভোরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু করানো হবে। বর্তমানে এই রুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।
ইবাংলা/জেএন/২৮ ডিসেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.