প্রাইভেটকার ওট্রাক দুর্ঘটনায় আহত ৬, মৃত্যু ৩

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারে থাকা তিনযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬জন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লাবনী আক্তার ও তার দুই মেয়ে জয়নাব ও সুরাইয়া। তারা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা।

Islami Bank

আরও পড়ুন…মেট্রোরেলের কার্ড হারিয়ে প্রথম জরিমানা দিলেন ইমরান

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকার একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী লাবনী আক্তার মারা যান। এ সময় মারাত্মক আহত অবস্থায় লাবনীর দুই মেয়ে জয়নাব ও সুরাইয়াকে হাসপাতালে নিলে মারা যায়।

one pherma

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম জানান, লাবনী ঘটনাস্থলে, আরেকজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় আরও ছয়জন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইবাংলা/জেএন/২৯ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us