ফরিদপুরের ভাঙ্গায় ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারে থাকা তিনযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬জন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লাবনী আক্তার ও তার দুই মেয়ে জয়নাব ও সুরাইয়া। তারা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন…মেট্রোরেলের কার্ড হারিয়ে প্রথম জরিমানা দিলেন ইমরান
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকার একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী লাবনী আক্তার মারা যান। এ সময় মারাত্মক আহত অবস্থায় লাবনীর দুই মেয়ে জয়নাব ও সুরাইয়াকে হাসপাতালে নিলে মারা যায়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম জানান, লাবনী ঘটনাস্থলে, আরেকজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় আরও ছয়জন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইবাংলা/জেএন/২৯ ডিসেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.