মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Islami Bank

আরও পড়ুন…ভোর থেকেই মেট্রোরেলে উঠতে দীর্ঘ সারি

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

one pherma

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮ হাজার ৪৫১ পিস ইয়াবা, ৩১ দশমিক ২ গ্রাম হেরোইন, ১৬০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি ৪২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

ইবাংলা/জেএন/৩০ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us