নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রিন্টু মুন্সী, নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের পাশে দিনব্যাপি শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে বিনামুল্যে শতাধিক রোগিকে চিকিৎসা সেবা ও ৩শ কম্বল প্রদান করা হয়।

Islami Bank

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন শরীফ আতিয়ার রহমানের ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স ও ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের প্রাক্তন চিকিৎসক ডাক্তার শরীফ শামীম আতীক, শরীফ আতিয়ার রহমানের পুত্রবধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ তাওফীকা হোসাইন।

আরও পড়ুন…নোয়াখালীতে সেনাবাহিনী প্রধানের শীতবস্ত্র বিতরণ

এছাড়া ৩শতাধিক গরীবের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা এস এ মতিন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটি ও শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন,বীরমুক্তিযোদ্ধা এসএ মতিন প্রমুখ।

one pherma

অপরদিকে শরীফ আতিয়ার রহমানের স্মৃতিবিজড়ির জন্মভূমি সদর উপজেলার ভবানীপুর গ্রামে তিন শতাধিক অসহায় ও দুঃস্থ্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া শরীফ আতিয়ার রহমানের রুহের মাগফেরাত কামনা করে নড়াইল পৌর কবরস্থান সংলগ্ন হাফেজিয়া ও নূরানী মাদ্রাসায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

প্রতি মাসের শেষ শুক্রবারে দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। উল্লেখ্য যে, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা শরীফ আতিয়ার রহমান ২০১৩ সালের ২৮ ডিসেম্বর বার্ধক্যজণিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদ’ গঠনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

ইবাংলা/জেএন/৩১ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us