ফানুস অপসারণের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

থার্টি-ফাস্ট উদযাপনে ওড়ানো ফানুস বৈদ্যুতিক লাইনে আটকে বন্ধ ছিল মেট্রোরেল। তবে সেগুলো সরিয়ে দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল আবারো শুরু হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা ৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে পৌঁছায় প্রথম ট্রেন। পুনরায় ১০টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

Islami Bank

আরও পড়ুন…জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

এক বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেলের বৈদ্যুতিক তারে গত রাতে ওড়ানো বেশকিছু ফানুস এসে পড়েছিল। তাই দুর্ঘটনা রোধে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়।

one pherma

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, আমাদের কবে বিবেক জাগ্রত হবে। বন্ধ থাকার পরও নিয়ম ভেঙে ফানুস ওড়ালাম। ফানুসের ফলে মেট্রোরেলের বৈদ্যতিক তারে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো।

ইবাংলা/জেএন/১ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us