চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মধুপুরে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিভাগের চিকিৎসক ডা. রোকসানা সুলতানার হামলার প্রতিবাদে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

১ জানুয়ারি রবিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা হেলাল উদ্দিন।

আরও পড়ুন…নোয়াখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এ সময় উপস্থিত ছিলেন ডা. আসমা খাতুন, ডা. রোকনুজ্জামান, ডা. আব্দুল মোতালিব, ডা. গোলসানারা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য সেবায় নিয়োজিত ডাক্তার, নার্সসহ সকলের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

এ সময় তারা প্রয়োজনীয় সংখ্যক আনসার নিরাপত্তা কর্মী নিয়োগের দাবি জানান। প্রয়োজনীয় জনবল নিয়োগ করে স্বাস্থ্য সেবার মান বেগবাগ করতে সহযোগিতা কামনা করেন।মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ বিভিন্ন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএন/১ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us