জ্বালানি বিভাগের নতুন সচিব খায়রুজ্জামান

ডেস্ক রিপোর্ট

পদোন্নতি পেয়ে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারকে জ্বালনি ও খনিজ সম্পদ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩ জানুয়ারি) তাকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে তাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন…সৌদি আরবে পৌঁছেছেন রোনালদো, রাতে হবে পরিচয়পর্ব

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফিন স্বাক্ষরিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।এদিকে একই দিনে আলাদা এক প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পদোন্নতি পেয়ে সচিব হলেন অর্থবিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। মঙ্গলবার (৩ জানুয়ারি) তাকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে তাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফিন স্বাক্ষরিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এদিকে একই দিনে আলাদা এক প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ইবাংলা/জেএন/৩ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us