দৌলতপুর উপজেলা ঢাকা সমিতির অভিষেক

নিজস্ব প্রতিবেদক

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে অভেষেক হলো দৌলতপুর উপজেলা ঢাকা সমিতি (কুষ্টিয়া)’র। ঢাকায় বিভিন্ন সরকারি বেসরকারি এবং মিডিয়াতে  কর্মরত ব্যক্তিদের দ্বারা গঠিত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঢাকা সমিতির এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে এ অভিষেক অনুষ্ঠানটি করা হয়।

Islami Bank

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, উপজেলা চেয়ারম্যান, সমিতির মিডিয়া সমন্বয়ক ডিবিসি নিউজের ডেপুটি ম্যানেজার (এ্যাডমিন) সেলিম রেজা বিশ্বাসসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানিয়ে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় সমিতির পক্ষ থেকে। এরপরে সম্মানিত ব্যক্তিদের দৌলতপুর উপজেলা ঢাকা সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

one pherma

এছাড়াও এ অভিষেকে ঢাকায় অবস্থানরত বিভিন্ন পেশায় কর্মরত দৌলতপুর, কুষ্টিয়ার উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা ঢাকা সমিতির নানা ধরণের উন্নয়নমুলক কর্মকান্ডসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনাপর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষ নৈশভোজের মাধ্যমে দৌলতপুর উপজেলা ঢাকা সমিতির সকলের মিলনমেলার মাধ্যমে শেষ হয় অভিষেক অনুষ্ঠান।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us