ককটেল বিস্ফোরণ, ১০০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী নগরীতে গভীর রাতে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অন্তত ১০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশের ধারণা এই ঘটনার সঙ্গে জামায়াত-বিএনপি জড়িত। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এডিসি ও মুখপাত্র রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’

Islami Bank

আরও পড়ুন…ইবিতে ছাত্রদলের বিক্ষোভ

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে চকপাড়ার মরা বটতলায় তিনটি ককটেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। পরে চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বাগান থেকে তিনটি অবিস্ফোরিত ককটেলসহ বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। উদ্ধার করা তিনটি ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে।

one pherma

প্রত্যক্ষদর্শী স্বেচ্ছাসেবক লীগ কর্মী আলিফ আনোয়ার জানান, দলীয় কার্যালয়ে সামনে তারা বসে ছিলেন। এ সময় কার্যালয়ের সামনের সড়কে পাঁচটি মোটরসাইকেলে ১০-১২ জন কয়েকবার মূল সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকার দিকে চলে যান। যাওয়ার পর পরই থেমে থেমে ওই এলাকা থেকে বিস্ফোরণের শব্দ আসে।

আরএমপির মুখপাত্র রফিকুল আলম জানান, মেহেরচন্ডী চকপাড়া এলাকার একটি বাগানে বোমা তৈরি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। অভিযানে একটি বাগান থেকে বোমা এবং বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করা হয়েছে।

ইবাংলা/জেএন/৭ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us