নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

হুমায়ুন কবীর রিন্টু মুন্সী , নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে ১৫ দিন ব্যাপি সুলতান মেলার উদ্বোধন হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নড়াইল শহরের কুড়িগ্রাম সুলতান মঞ্চ চত্বরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন খুলনা উপ-বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ।

এর আগে শিল্পী সুলতানের বাসভবন হতে র‌্যালি শুরু হয়ে সুলতান মঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে সুলতান মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা উপ-বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা,বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সংস্কৃতিক কর্মী মলয় কুন্ডু প্রমুখ।

প্রসঙ্গত: বিশ্ব বরেন্য চিত্র শিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us