সপ্তম মেধাতালিকার ভর্তি শেষেও ইবিতে আসন ফাঁকা ৩৫ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

সপ্তম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৫২৯ আসন ফাঁকা রয়েছে। মোট ১৯৯০টি আসনের মধ্যে ১৪৬১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

Islami Bank

যা মোট আসনের ৩৫ শতাংশ আসন ফাঁকা রয়েছে। রোববার (০৮ জানুয়ারি) বিশ^বিদ্যালয় আইসিটির পরিচালক আহসান-উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন…থানচি ডিম পাহাড়ে মাইক্রোবাস খাদে পড়ে আহত- ৫

one pherma

তিনি বলেন, ‘এ’ ইউনিটে ৫৫০ টি আসনের মধ্যে ৩৬১টি আসন, ‘বি’ ইউনিটে ৯৯০ আসনের মধ্যে ১১৪টি, ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের মধ্যে ৫৪ আসন ফাঁকা রয়েছে। এর আগে গত ২৫ ডিসেম্বর ভর্তির সপ্তম মেধাতালিকা প্রকাশ করা হয়।

এ মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৯৪৯ জন, ‘বি’ ইউনিটে ৬০৮ এবং ‘সি’ ইউনিটে ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী পায়। তিনি আরো বলেন, বিশ^বিদ্যালয়ে ‘এ’ এবং ‘বি’ ইউনিটে ভর্তি প্রায় শেষের দিকে। ক্লাস শুরুর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

ইবাংলা/জেএন/৮ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us